
নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন।
বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম ‘গু'নিন’ নামে নতুন সিনেমা'র কাজ শুরু করতে যাচ্ছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গু'নিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।
ছবির নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে চুক্তিব'দ্ধ করেছিলেন সেলিম। কথা ছিলো সামনের মাসে শুটিং শুরু করবেন। কিন্তু হঠাৎ শিডিউল ঝামেলায় নুসরাত ফারিয়াকে পাচ্ছেন না গু'ণী এই নির্মাতা। তাই শোনা যাচ্ছে, পরীমনিকে নিয়েই নিজের নতুন মিশনে নামতে চলেছেন গিয়াসউদ্দিন সেলিম।
তবে এই বি'ষয়ে পরিচালক বলেন, এখনো কারো নাম বলার মতো চূড়ান্ত সি'দ্ধান্ত নেয়া হয়নি। আমর'া নতুন করে অ'ভিনেত্রী খুঁজছি। কাউকে পাইনি। আশা করছি খুব দ্রুতই ‘গু'নিন’ সিনোমা'র রাবেয়া চরিত্রের জন্য মানানসই অ'ভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়ে যাব'ে।
‘গু'নিন’ সিনেমায় আরো অ'ভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অ'ভিনেতা শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম।
এদিকে এ পরিচালকের নতুন সিনেমা ‘পাপপূণ্য’ মুক্তির অ’পেক্ষায় রয়েছে।
ডেইলি বাংলাদেশ/