গোপনে নারীদের গোসলের ছবি তুলা কাঠমিস্ত্রি আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপ'ত্তা আইনে মাম'লায় এক কাঠমিস্ত্রিকে আট'ক করেছে পু'লিশ। এক নারীর করা মাম'লায় বুধবার সকালে তাকে আ'দালতের মাধ্যমে কারা'গারে পাঠানো হয়।

আট'কের নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মোসাহেব আলীর ছেলে।

মাম'লার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কাঠমিস্ত্রির কাজ করেন রফিকুল। সেই সুবাদে ভুক্তভোগী নারীর বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করার সুযোগ পান। এরপর ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘদিন বাড়িতে ঘর নির্মাণের কাজ করায় প্রয়োজনে মোবাইল ফোনেও কথাবার্তা বলতেন তারা দুজন। কিছুদিন পর রফিকুল কৌশলে গোসল করার সময় ওই নারীর কিছু ছবি তোলেন। সেই ছবিগু'লো ন'গ্ন ছবির সঙ্গে এডিটিং করে ইমোতে ওই নারীর কাছে পাঠান।

Interesting For You

একপর্যায়ে তাকে অনৈ'তিক প্রস্তাব দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন রফিকুল। এতে রাজি না হওয়ায় ফুঁসে ওঠেন তিনি। একপর্যায়ে ওই নারীর ছবি 'বিকৃত করে আ'ত্মীয়স্বজন ও গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন। বি'ষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে থা'নায় ডিজিটাল নিরাপ'ত্তা আইনে মাম'লা করেন ভুক্তভোগী নারী। পরে অ'ভিযান চালিয়ে রাতেই ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার থেকে রফিকুলকে আট'ক করে সরিষাবাড়ী থা'না পু'লিশ।

মাম'লার তদ'ন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর ছবি 'বিকৃত করে হে'ন্ডবিল আকারে পোস্টারিং করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন রফিকুল। এ ঘটনায় থা'নায় ডিজিটাল নিরাপ'ত্তা আইনে মাম'লা করেন ওই নারী। পরে পু'লিশ অ'ভিযান চালিয়ে তাকে আট'ক করে। বুধবার সকালে রফিকুলকে কারা'গারে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/