সোনার পায়েল নিয়ে পরীমনিকে লাখ টাকার ফোন উপহার

চিত্রনায়িকা পরীমনি যাদেরকে বিপদ-আপদে পাশে পেয়েছেন, তাদের জন্য হৃদয় উজাড় করে দেন তিনি। ২৭ দিন পর জেল জেল থেকে বেরিয়ে আবারো উদাহরণ সৃ'ষ্টি করলেন তিনি। তরুণ নায়িকা রাজ রিপাকে নিজের পায়ের সোনার পায়েল দিয়ে দিলেন পরীমনি।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পরীমনিকে লাখ টাকার উপহার দিয়েছেন রাজ রিপা। নিজের ফেসবুকে সে ছবি শেয়ারও করেছেন তিনি। লিখেছেন, আমা'র ছোট্ট একটু ভালোবাসা পরীমনি আপির জন্য। দামি একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রিপা। যার বাজার মূল্য লাখ টাকার বেশি।

পোস্টের সূত্র ধরে জানতে চাইলে রাজ রিপা বলেন, এটি ভালোবাসার উপহার। ছোট্ট উপহার।

পরীমনি প্রসঙ্গে ঢালিউডের নবাগত এ অ'ভিনেত্রী আরো বলেন, ‘আপুকে দেখে আমি মুগ্ধ। উনার সাহস দেখে অ'ভিভূ'ত । উনার সঙ্গে মেশার পর বুঝতে পারলাম, মানুষ হিসেবে পরী আপি অনেক অ'সাধারণ। সত্যিকার অর্থের ভালো মনের মানুষ তিনি।

Interesting For You

জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় অ'ভিনয় করেছিলেন রাজ রিপা। তিনি ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে এখন ঢালিউডে ব্যস্ত। পোক্ত ক্যারিয়ার গড়ার লক্ষে কাজ করছেন এ অ'ভিনেত্রী।

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় অ'ভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে এ সিনেমায় আছেন সাতজন নায়ক। সিনেমা'র প্রায় কাজ শেষ। বাকি কিছু দৃশ্যে আর গানের শুটিং। গেল বছর শেষের দিকে শুরু হয়েছিল এ সিনেমা'র কাজ।

ডেইলি বাংলাদেশ/