মিমের পর এবার মেহজাবিন বলিউডকে না করেছে!

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা'’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তিনি। আর কোন ছবিতে অ'ভিনয় করার জন্য মুখিয়ে থাকেন শিল্পীরা।

কিন্তু এই নির্মাতার ছবির অফার ফিরিয়ে দিলেন বাংলাদেশের দুই অ'ভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং মেহজাবিন চৌধুরী।
প্রথমেএক মেইল বার্তায় বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ শিরোনামের ছবির অফার আসে বিদ্যা সিনহা মিমের কাছে।

কাস্টিং ডিরেক্টর সোফিয়া খানের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলার সময়তেই মিম জানতে পারেন সেটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি। কিন্তু পরে স্ক্রিপ্ট দেখে জানতে পারেন, এই ছবির গল্পে বাংলাদেশের ইতিহাস 'বিকৃতভাবে তুলে ধ’রা হয়েছে। আর এ কারণেই মূলত রাজি হননি অ'ভিনেত্রী।

এ মিম বলেন- ওই সিনেমা'র গল্পটি পড়ার পর দেখি, এটা রাজনৈতিক ঘরানার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরো কিছু বি'ষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে।

Interesting For You

সব কিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমা'র যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমা'র পরিচিত কয়েকজনের সঙ্গেও বি'ষয়টি নিয়ে আলাপ করলে তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।

তবে মেহজাবীনকে প্রস্তাবটি দেওয়া হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেটি আসে জুলাই মাসে। মেহজাবীন বলেন, ‘বলিউডের গু'ণী পরিচালক বিশাল ভরদ্বাজের ছবির কাস্টিং ডিরেক্টর আমা'র সঙ্গে যোগাযোগ করেছিলেন।

শুরুতে বিশ্বা'স না হলেও পরে বুঝতে পারি, তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনো অ'ভিনেত্রীকে খুঁজছেন। এরপর পুরো গল্পের সিনপসিস দেখতে চাই। বিস্তারিত জানার পর কাজটি ‘না’ করে দিই। কারণ আমা'র কাছে মনে হলো, চলচ্চিত্র হিসেবে এটি বিতর্কিত কিছু হবে। চাইনি, জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত 'হতে।

ডেইলি বাংলাদেশ