ভক্তের পায়ে মিয়ার ট্যাটু বিরক্ত খলিফা,নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

ভারতীয় ফ্যানের ভালোবাসায় বিরক্ত মিয়া খালিফা। অনেকেই নিজের পছন্দের মানুষের নাম খোদাই করেন শরীরে। সেরকমই এবার মিয়া খালিফার ছবি নিজের শরীরে আঁকালেন তার এক ফ্যান। সেই ট্যাটু ইনস্টাগ্রামে পোস্ট করেন ট্যাটু আর্টিস্ট।

ট্যাটু করে কারোর নাম শরীরে লেখানো মুখের কথা নয়। প্রথমত সূচ দিয়ে ট্যাটু করানো শারীরিকভাবে কষ্টকর আর দ্বিতীয়ত চাইলেও সেই ট্যাটু সহজে মুছে ফেলা যায় না। তাই কারোর নাম ট্যাটু করার অর্থ সেই মানুষটার প্রতি তার ভালোবাসার চূড়ান্ত নিদর্শন। সেখানে কারোর ছবি ট্যাটু করার কথা ভাবাই অসম্ভব। কিন্তু সেই অসাধ্য সাধন করলেন পর্নস্টার মিয়া খালিফার এক ফ্যান।

মিয়ার একটি ছবি নিজের পায়ে ট্যাটু করান এক ফ্যান। ট্যাটু বানানোর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন ট্যাটু আর্টিস্ট। মিয়াও সেই ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টা স্টোরিতে। কিন্তু ফ্যানের এমন কাজে মোটেও খুশি নন তিনি, উল্টো বিরক্তই হয়েছেন।

Interesting For You

ইনস্টা স্টোরিতে লিখেছেন, এটা ভয়ানক। সঙ্গে বিরক্তির ইমোজি। মিয়ার সেই স্টোরি আবার শেয়ার করে ট্যাটু আর্টিস্ট ধন্যবাদ জানিয়েছেন তাকে। সঙ্গে জানিয়েছেন ইতোমধ্যেই সেই ভিডিও দেখে ফেলেছেন প্রায় ৪০ লাখ নেটিজেন।

About Celebrity Big Brother US 2018 – dardarkom on CBS All Access

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও মিয়ার ছবি শরীরে ট্যাটু বানিয়েছেন তার ফ্যান। ২০১৮ সালে সেই ফ্যানকে মিয়া লিখেছিলেন, আমার ছবি ট্যাটু করাবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার ছবি কেউ কষ্ট করে ট্যাটু করুক তা পছন্দ করেন না এই পর্নস্টার।

ডেইলি বাংলাদেশ