
মোল্লা মোহাম্ম'দ হাসান আ খু'ন্দকে প্রধান করে আ’ফ’গানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের একাধিক ভারপ্রা'প্ত মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে তা'লে'বান।
মঙ্গলবার তা'লে'বানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, আ’ফ’গানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোল্লা হাসান আ খু'ন্দ, তার সহকারী প্রধান (প্রথম) মোল্লা আব্দুল গণি বারাদার, সহকারী প্রধান (দ্বিতীয়) মৌলভী হান্নাফি। এছাড়া ভারপ্রা'প্ত স্বরা'ষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিক হাক্কানি। ভারপ্রা'প্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।
ডেইলি বাংলাদেশ