
বগু'ড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে সাদিকা আকতার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে।
মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার লা'শ উ'দ্ধার করে ময়নাতদ'ন্তের জন্য বগু'ড়া শ’হীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সাদিকা উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ দক্ষিণপাড়া গ্রামের স্বপনের মেয়ে। সে উপজেলার বুরুজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পু'লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে ঘু'মিয়ে পড়ে সাদিকা। সাদিকার সঙ্গে তার চার বছর বয়সী ছোট ভাইও একই ঘরে ঘু'মাতে যায়। পরদিন (মঙ্গলবার) সকালে বাড়ির সবাই ঘু'ম থেকে উঠলেও সাদিকা নিজ ঘর থেকে বের হয়নি।
এতে পরিবারের সদস্যদের সন্দে'হ হয়। তারা অনেক ডাকাডাকি করেও সাদিকার সাড়া পাচ্ছিলেন না। ডাকাডাকির একপর্যায়ে ওই ঘরে থাকা সাদিকার ছোট ভাই এসে দরজা খুলে দেয়। এরপরই সবাই ঘরের সিলিংফ্যা'নের সঙ্গে সাদিকার ঝু'লন্ত লা'শ দেখতে পান। পরে তার লা'শ উ'দ্ধার করা হয়।
পারিবারিক কলহের জেরে সাদিকা আ'ত্মহ'ত্যা করতে পারে বলে পু'লিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
গাবতলী মডেল থা'নার পরিদর্শক (তদ'ন্ত) জামিরুল ইসলাম বলেন, লা'শ ময়নাতদ'ন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থা'নায় একটি অ’পমৃ'ত্যু (ইউডি) মাম'লা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/