প্রেমিকের সাক্ষাৎ এর জন্য ১০ মাসের শিশুকে অপহরণ করেন প্রেমিকা!

কুমিল্লার চান্দিনায় প্রেমিকের সাক্ষাৎ পেতে এক শিশুকে অ’পহরণ করেছে প্রেমিকা। সোমবার রাতে ওই প্রেমিকা উপজেলার মাইজ'খার গ্রাম থেকে আবু ছাহিদ নামে ১০ মাসের এক শিশুকে অ’পহরণ করে।

ওই রাতেই থা'নায় করা পরিবারের অ'ভিযোগের সূত্র ধরে পু'লিশ ও ডিবি অ'ভিযানে নামে। পরে বরিশালের মাওয়া ঘাট এলাকায় অ'ভিযুক্ত প্রেমিকার কাছ থেকে ১০ মাসের শিশুটিকে উ'দ্ধার করে পু'লিশ। এ সময় প্রেমিকের সঙ্গেও সাক্ষাৎ হয় ওই প্রেমিকার।

পু'লিশ জানায়, সাবিনা আক্তারের সঙ্গে মো. ফারুক নামে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজ'খার গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকা অবস্থায় কোনো এক কারণে সাবিনা এবং ফারুকের যোগাযোগ বিচ্ছিন'্ন হয়। দীর্ঘদিন খোঁজ না পেয়ে প্রেমিক ফারুকের সন্ধানে কুমিল্লার চান্দিনা মাইজ'খার গ্রামে এসে হাজির হন সাবিনা। প্রেমিকের বাড়ি মোহারআলীতে গেলেও তার দেখা মেলেনি।

ফারুকের পরিবারের সদস্যরাও সাবিনাকে পাত্তা দেয়নি। পরে সাবিনা ফারুকের প্রতিবেশী মো. এরশাদুল হকের বাড়িতে আশ্রয় নেন। দুইদিন চে'ষ্টা করেও ফারুকের দেখা পাননি তিনি। পরে এরশাদুলের ১০ মাসের শিশু সন্তান আবু ছাহিদকে নিয়ে পালিয়ে যান সাবিনা। সাবিনা শর্ত দেন ফারুককে সঙ্গে নিয়ে গেলে শিশুটিকে ফিরিয়ে দেবেন।

Interesting For You

ডিবি কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র দাস বলেন, সোমবার রাতে প্রেমিকের সন্ধান না পেয়ে সাবিনা শিশুটিকে অ’পহরণ করে নিয়ে যায়। পরিবারের অ'ভিযোগের সূত্র ধরে মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার লোকেশন নিশ্চিত হয়ে শিশুটিকে উ'দ্ধার করা হয়। এ সময় শর্ত অনুযায়ী প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ হয় প্রেমিকার।

চান্দিনা থা'নার ওসি আরিফুর রহমান বলেন, অ’পহরণের ঘটনায় রাতে শিশুর পরিবার থা'নায় একটি অ'ভিযোগ করে। পরে পু'লিশ ও ডিবি সদস্যরা অ'ভিযান চালান। অহরণকারীকে আট'ক করা হয়েছে। আট'ক হওয়া ব্যক্তিসহ শিশুটিকে বরিশালের মাওয়া থেকে চান্দিনায় আনা হয়েছে।

সূত্রঃ ডেইলি বাংলা