
আমা'দের সৌন্দর্য বৃ'দ্ধির বড় একটি অংশ হচ্ছে চুল। যা সঠিক যত্নের অভাবে রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এতে যে কেবল সৌন্দর্য ন'ষ্ট হয় তা কিন্তু নয়, পাশাপাশি এটি ন'ষ্ট করে আপনার আ'ত্মবিশ্বা'সও। কারণ নিজেই নিজের প্রতি সন্তু'ষ্ট না থাকলে, আস্থা রাখা কঠিন হয়ে পড়ে।
যদিও চুলের যত্নে অনেকেই অনেককিছু করে থাকেন। কিন্তু প্রাণহীন চুলে প্রাণ ফেরানো সামান্য কয়েকদিনে সম্ভব নয়। সেজন্য কিছুটা সময়ের তো দরকারই। মোটামুটি এক মাস যত্ন নিলে চুল আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। চলুন তবে জেনে নেয়া যাক এক মাস চুলের যত্নে কী করবেন-
অয়েল মাসাজ
আমা'দের মধ্যে অনেকে আছেন যারা তেল চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে চুলে তেল ব্যবহার করেন না। অথচ চুল সুন্দর রাখতে তেলের 'বিকল্প নেই। চুল কিংবা স্ক্যাল্প তেলতেলে থাকলে তেল ব্যবহার করার দরকার মনে করেন না অনেকে। তবে এ ধারণা একদমই ঠিক নয়।
প্রতিবার শ্যাম্পু করার আগে মাথায় তেল ব্যবহার করুন। আঙুলের ডগার সাহায্যে ভালোভাবে মাসাজ করে তেল লাগিয়ে নিন। এতে র'ক্তসঞ্চালন সঠিকভাবে হবে এবং চুলের গোড়া মজবুত হবে।
চুলে প্রয়োজনীয় পু'ষ্টি জোগাতে সাহায্য করে তেল। এর ফলে চুল পড়ার সমস্যা কমে। তবে বাজারের যেকোনো তেল ব্যবহারের বদলে ভেষজ বা ঘরে তৈরি তেল ব্যবহার করতে পারেন। তেল ভেজালমুক্ত হলে চুল সুন্দর রাখা সহজ হবে।
সঠিক শ্যাম্পু বেছে নিন
যেকোনো শ্যাম্পু দিয়েই চুল পরিষ্কার করবেন না। এতে উপকারের বদলে ক্ষ'তি হবে বেশি। শ্যাম্পু ব্যবহার করতে হবে চুলের ধরন অনুযায়ী। শ্যাম্পু কেনার আগে দেখে নিতে হবে সেটি কোন ধরনের চুলের জন্য উপযোগী।
আপনার চুল যদি রুক্ষ হয় তবে তৈলাক্ত চুলের জন্য তৈরি শ্যাম্পু আপনার কাজে লাগবে না। যাদের ক্ষেত্রে খুশকির সমস্যা রয়েছে তাদের ব্যবহার করতে হবে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু। এছাড়া স্ক্যাল্পে কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর'্শ মেনে শ্যাম্পু ব্যবহার করা উচিত।
চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হলে করতে হবে বিশেষ যত্ন। এমন চুলে শ্যাম্পু ব্যবহার করার সময় খেয়াল রাখবেন সেটি যেন কালার গার্ড শ্যাম্পু হয়। আপনার চুলের ধরন যেমনই হোক না কেন, শ্যাম্পু 'হতে হবে সালফেট ফ্রি।
কন্ডিশনার লাগাতে ভুলবেন না
অনেকেই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন অনুভব করেন না। কিন্তু আপনি যদি কন্ডিশনার ব্যবহার না করেন তবে চুল রুক্ষ আর ফ্রিজি 'হতে থাকবে। চুলে প্রাণ ফেরাতে কাজ করে কন্ডিশনার।
তবে অনেকে কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে একটি ভুল করেন। সেটি হলো, চুলে ব্যবহার করতে গিয়ে স্ক্যাল্পেও কন্ডিশনার ব্যবহার করে ফেলেন। এতে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়তে শুরু করে। তাই স্ক্যাল্পে নয়, চুলের গোছায় কন্ডিশনার ব্যবহার করুন।