
জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন- শীর্ষক গানের মতোই সময়ের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জীবনে এখন বসন্ত! যদিও সময় বলছে এখন ভাদ্র মাস। কিন্তু ব্যক্তিগত জীবনে পরীমনির এখন বসন্তকাল, বলা যেতে পারে।
দীর্ঘ ২৭ দিনের কারা'ভোগ শেষে গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) তিনি জেলখানা থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এ যেন তার নবজন্ম! বাড়িতে ফেরার পর থেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন শত শত শুভাকাঙ্ক্ষীরা। সময়ের আলোচিত এই অ'ভিনেত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তারা।
এদিকে পরীমনি মুক্তি পাওয়ায় আনন্দিত ঢালিউডের কিংবদন্তি অ'ভিনেতা-নির্মাতা কাজী হায়াত। তিনিই প্রথম ব্যক্তি, যিনি পরী গ্রে'ফতার হওয়ার পর তার সমর'্থনে আওয়াজ তুলেছিলেন। এবার কাজী হায়াত কিছু পরামর'্শ দিলেন এই অ'ভিনেত্রীকে।
তিনি বলেন, পরীমনিকে এখন দেখে-শুনে পথ চলতে হবে। আমা'দের দেশ তো পু’রুষশাসিত। তাই অনুরোধ, দেখে-শুনে যেন চলাফেরা করে। জীবনে অনেক সময় আছে। এখনো অনেক দেখার বি'ষয় আছে। দেখে শুনে যদি চলতে পারে, তাহলে ওর ভবি'ষ্যৎ অনেক ভালো। তার আশপাশের মানুষকে চিনতে হবে। কারা' তার প্রিয়জন, আর কারা' শুধুই প্রয়োজন।
ইন্ডাস্ট্রির অন্যদের প্রতি অনুরোধ জানিয়ে কাজী হায়াত বলেছেন, সবার প্রতি আমা'র অনুরোধ- যারা তাকে নিয়ে কাজ করবে, তারা যেন ওকে সঠিকভাবে গাইডও করে। আর কেউ যেন তাকে মিসগাইড না করে। আমি তো আগে চিনতাম না, গ্রে''প্ত ারের পর চারদিক থেকে যতটা শুনেছি- মেয়েটি এমনিতে ভালো, শিল্পমনা। আমি এমনও শুনেছি, মেয়েটি প্রচণ্ড হৃদয়বান। আমা'দের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন হৃদয়বান মেয়ে আগে আসেনি। মেয়েটি খুব দানশীল। আমা'র দীর্ঘ অ'ভিজ্ঞতা থেকে শুধু বলতে চাই, পরীমনিকে সঠিক গাইডেন্স দিয়ে ধরে রাখতে পারলে চলচ্চিত্রও উপকৃত হবে, পরীমনির জীবনও ভালো হবে। ওর মধ্যে শিল্পীস'ত্ত্বা আছে। শিল্পীস'ত্ত্বাকে বাঁচিয়ে রেখে গাইড করলে পরীমনিও ভালো করবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনিকে আট'ক করে র্যাব'। এরপর তার বিরু'দ্ধে মা'দক আইনে মাম'লা দেওয়া হয়। সেই মাম'লায় তিনি গত ২৭ দিন থা'না ও কারা'গারে কাটিয়েছেন।