
রা'ষ্ট্রবিরোধী কাজে লি'প্ত থাকার অ'ভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গো'লাম পরওয়ারসহ ১০ নেতাকে আট'ক করা হয়েছে। এর মধ্যে সাতজন দলটির শীর্ষস্থানীয় নেতা।
সোমবার রাজধানীর গু'লশানের বসুন্ধ’রা আবাসিক এলাকা থেকে আট'ক করা হয়।
আট'ককৃতরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্র'শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ও জামায়াতের অফিসের তিনজন কর্মচারী।
ঢাকা মেট্রোপলিটন পু'লিশের (ডিএমপি) গু'লশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পু'লিশের একটি সূত্র জানায়, সোমবার গু'লশানে একটি গোপ'ন বৈঠকে মিলিত হন জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। গোপ'ন তথ্যের ভিত্তিতে সেখানে অ'ভিযান চালিয়ে তাদের আট'ক করে গু'লশান থা'না পু'লিশ।
ভাটারা থা'নার পরিদর্শক (তদ'ন্ত) রফিকুল হক জানান, আট'ক জামায়াত নেতাদের বিরু'দ্ধে স'ন্ত্রাসবিরোধী আইনে মাম'লা দায়েরের প্রক্রিয়া চলছে।