ডায়বেটিসে আক্রান্ত হওয়ার প্রাথমিক ৮টি লক্ষণ জেনে নিন

এই কোষই পেশি ও কলা গড়ে তোলে। তবে র'ক্তে শর্করার পরিমাণ বৃ'দ্ধি পেলে স্বাস্থ্য সমস্যা দেখা যায়। দু’ধরনের ডায়বেটিস চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

কোষকে শক্তি প্রদান করতে গু'রুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লুকোস। এই কোষই পেশি ও কলা গড়ে তোলে। তবে র'ক্তে শর্করার পরিমাণ বৃ'দ্ধি পেলে স্বাস্থ্য সমস্যা দেখা যায়। দু ধরনের ডায়বেটিস চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এগু'লি হল টাইপ ১ এবং টাইপ ২ ডায়বেটিস। এর মধ্যে টাইপ ২ ডায়বেটিসে অধিক মা'রাত্মক।

র'ক্তে শর্করার পরিমাণ কত বেশি তার ওপর নির্ভর করে ডায়বেটিসের লক্ষণ। কখনও কখনও ডায়বেটিসের লক্ষণ এতই সাধারণ বা মাঝারি আকারের হয়, যা অনেকেই উপেক্ষা করে যান। এখানে টাইপ-২ ডায়বেটিসের লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়

দুর্বল দৃ'ষ্টিশক্তি- র'ক্তে বৃ'দ্ধিপ্রা'প্ত শর্করা চোখের ক্ষুদ্র র'ক্তবাহিকাগু'লিকে ন'ষ্ট করে দিতে পারে। যাঁর ফলে ব্যক্তি দৃ'ষ্টিশক্তি অ'স্প'ষ্ট হয়ে পড়ে। সঠিক সময় চিকিৎসা করা না-হলে ব্যক্তি দৃ'ষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে।

চুলকানি ও ইস্ট সংক্রমণ- র'ক্ত ও মূত্রে শর্করার পরিমাণ বৃ'দ্ধি পেলে ইস্টের পরিমাণ অত্যধিক হারে বাড়তে পারে। বিশেষত যৌ'নাঙ্গে ইস্টের পরিমাণ বাড়ে অত্যধিক হারে। এর ফলে চুলকানি ও জ্বা'লা করতে পারে। পাশাপাশি লাল হয়ে যাওয়া বা ব্যথা হওয়ার সম্ভাবনাও থাকে।

সবসময় ক্ষিদে পাওয়া- মধুমেহর শি'কার হয়ে থাকলে ব্যক্তির অত্যধিক ক্ষিদে পেতে পারে। কারণ এ সময় শর্করা র'ক্ত থেকে কোষে কোষে পৌঁছয় না।

Interesting For You

বার বার মূত্র'ত্যাগ- র'ক্তে শর্করার পরিমাণ বৃ'দ্ধি পেলে কিডনি প্রয়োজনাতিরিক্ত গ্লুকোসকে নির্গত করার চে'ষ্টা করে। এর ফলে বার বার মূত্র 'ত্যাগের প্রবণতা দেখা দেয়।

তে'ষ্টা বৃ'দ্ধি পাওয়া- বার বার মূত্র 'ত্যাগ করলে শরীরে জলের অভাব দেখা দেয়, এর ফলে ব্যক্তি তৃষ্ণার্ত থাকে।

ক্ষত সেরে উঠতে সময় লাগে- টাইপ-২ ডায়বেটিসের অন্যতম লক্ষণ হল, এর ফলে ক্ষত সেড়ে উঠতে সময় লাগে। র'ক্ত চলাচলের গতি কমে যাওয়ায়, ক্ষত স্থানে পু'ষ্টিকর উপাদান দেরিতে পৌঁছয়, যার ফলে এটি নিরাময় সময় লাগে।

ক্লান্তি- র'ক্তনালি থেকে শরীরের বিভিন্ন কোষে অ’পর্যা'প্ত পরিমাণে শর্করা পৌঁছনোয় ব্যক্তি ক্লান্ত অনুভব করে থাকে।

ত্বকে কালো বা গাঢ় ছোপ- এ সময় গলা, বাহু’মূল, কুঁচকি (ঊরু ও কোমর'ের সন্ধিস্থল)-র ত্বক কালো হয় বা ভেলভেটের মতো হয়ে যায়, একে অ্যাকান্থসিস নিগ্রিকানস বলা হয়। র'ক্তে ইনসুলিনের পরিমাণ অতিরিক্ত হারে বৃ'দ্ধি পেলে এমন হয়ে থাকে।