আবেদনময়ী রূপে মালাইকা: পোশাকের দাম চোখ কপালে উঠার মতো

বলিউডের জনপ্রিয় অ'ভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা। এখন বেশি টেলিভিশন অনুষ্ঠানেই তাকে দেখা যায়। বিশেষ করে নৃত্য বি'ষয়ক রিয়্যালিটি শোতে।

কাজের ফাঁ'কে সোশ্যাল মিডিয়াতেও মালাইকা সক্রিয়। তাকে নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন দেখা যায়। বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় আবেদনময়ী রূপে।

ইনস্টাগ্রামে সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন মালাইকা। যেখানে তাকে দেখা গেছে ঝলমলে মেটালিক গাউনে। ফুল স্লিভের লম্বা গাউনে ভি নেকলাইন। পোশাকটিতে সমন্বয় ঘটেছে সবুজ, ল্যাভেন্ডার, গো'লাপী ও নীল রঙের।

Interesting For You

জানা গেছে, মালাইকা এই পোশাকের ডিজাইন করেছেন জেমি মালাওফ। ফল উইন্টার ২০২১ কালেকশন থেকে নেওয়া এই পোশাকের দাম ১ লাখ ৭০ হাজার রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মালাইকার পরনের এই পোশাক কেউ চাইলে কিনতে পারবেন।

মালাইকা সম্প্রতি অংশ নিয়েছেন রিয়্যালিটি শো ‘সুপারমডেল অব দ্য ইয়ার সিজন ২’তে। নেই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বের জন্য মূল্যবান পোশাকটি পড়েছেন তিনি। সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।