শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস ! ভিডিও তুমুল ভাইরাল

নয়াদিল্লি: ভারতীয় বিয়ে (Indian Marriage) মানেই তাতে থাকবে হাসি-মজা-আনন্দ৷ সঙ্গে পাত্র ও পাত্রী পক্ষের খুনসুটি৷ কখনও বরের বন্ধুরা নতুন বৌদির সঙ্গে মজা করেন তো কখনও শ্যালিকারা জামাইবাবুর থেকে টাকা চেয়ে আনন্দ করেন৷ এভাবেই তো জমজমাট থাকে ভারতীয় বিয়ে বাড়ি৷ এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া (Social Media)৷ প্রয়সই এখন বিয়ের ছোট ছোট ভিডিও উঠে আসে ফেসবুক বা ইনস্টাগ্রামে৷ এই সব মজাদার ভিডিও দেখে মন খুলে হাসেন নেটিজেনরাও৷ আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় দেখতে দেখতে (Viral Video of Indian wedding)৷ এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে খুনসুটি করতে দেখা গিয়েছে শ্যালিকা ও জামাইবাবুকে!

Interesting For You

বিয়েতে জামাইদের থেকে টাকা চাওয়ার রীতি রয়েছে৷ এবং সেটা করে থাকেন শ্যালিকা বা ননদরা৷ জামাই যখন মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন তখন মোটা অঙ্কের টাকা দাবি করেন শ্যালিকারা৷ একই সঙ্গে নতুন বউ শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে দরজা আটকে টাকা চান ননদরাও৷ এবার এভাবেই এক বিয়ে বাড়িতে জামাইবাবুর থেকে টাকা চাইছেন শ্যালিকা৷ প্রধানত জামাইবাবুর জুতো চুরি করা হয় এবং সেই জুতো আদায়ের জন্য টাকা দিতে এক প্রকার বাধ্য হন নতুন জামাই৷ এসব নিয়ে মজা৷ বলিউডের জনপ্রিয় হাম আপকে হ্যায় কৌন ছবিতে দেখা গিয়েছিল নিশা চরিত্রে মাধুরী দিক্ষিতকে৷ এমনই এক ভূমিকায় ছিলেন তিনি৷ সেখানে তাঁর জামাইবাবুর জুতো চুরি করে তার থেকে টাকা চাইছিলেন তিনি৷ আর তার পরিপ্রেক্ষিতে হিট গান ছিল জুতে দো পয়সে লো৷ অর্থাৎ টাকা দিলে তবেই মিলবে জুতো!