তৃতীয় লি’ঙ্গের পা’য়ুপথে মিলল ৩ হাজার ই’য়াবা

পায়ুপথে ইয়াবা নিয়ে পাচারের সময় টেকনাফের দম'দমিয়া বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের তিনজনকে আট'ক করা হয়েছে।

তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উ'দ্ধার করা হয়েছে। এসব হিজড়া নারীদের পোষাক পরিধান করে চলাচল করলেও প্রত্যেকের নারী ও পু’রুষ দুইটি করে নাম রয়েছে।

গ্রে'ফতার তিনজন হলেন দম'দমিয়া গ্রামের মো. করিম, নারী নাম কারিমা বেগম, গোদার বিল গ্রামের মো. ফারুক, নারী নাম পিংকি, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭, ব্লক-ই মো. ইলিয়াস, নারী নাম রুবিনা আক্তার।

Interesting For You

বিজিবি’র ল্যান্স নায়েক মো. হু’মায়ুন কবির জানান, দম'দমিয়া চেকপোস্টে বিএসবি সদস্যের তথ্যের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর 'বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ থেকে বালুখালীগামী সিএনজি তল্লা'শী করার সময় সন্দে'হ হলে যাত্রীদের তল্লা'শী করা হয়। যাত্রীদের পায়ুপথের ভেতরে ৩ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে আট'ক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উ'দ্ধার করা হয়। আট'কদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/