নেশার টাকা না পেয়ে বাবার বুকে কাঁচি ঢুকিয়ে দিল কিশোর ছেলে

রাজশাহী মহানগরীর রাজপাড়া থা'নার অচিনতলায় নে'শার টাকা না পাওয়ায় বাবাকে খু'ন করেছে এক কিশোর। রোববার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থা'নার অচিনতলায় স্থানে এ ঘটনা ঘটে।
নি'হত আবুল বাশার জুয়েল অচিনতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, জুয়েলের কাছে তার ছেলে মমিনুল ইসলাম পিয়াস টাকা চায়। জুয়েল টাকা দিতে না চাইলে তার বুকে কাঁচি ঢুকিয়ে দেয় পিয়াস। এতে গু'রুতর র'ক্তাক্ত জ'খম হওয়ায় রামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।

পরে রাজপাড়া থা'নার এসআই মকবুল ও এসআই সজিবের নেতৃত্বে পু'লিশ ছেলে পিয়াসকে আট'ক করেন।

Interesting For You

স্থানীয় ও পু'লিশ সুত্রে জানা যায়, পিয়াস বখে যাওয়া কিশোর এবং মা'দকসেবী। সে উশৃঙ্খল জীবনযাপন করতো।

বি'ষয়টি নিশ্চিত করে নগর পু'লিশের মুখপাত্র গো'লাম রুহুল কুদ্দুস জানান, লা'শ রামেক হাসপাতালে রয়েছে। ছেলে পিয়াসকে গ্রে'ফতার করা হয়েছে।