
সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দালালদের ধরতে একযোগে দালালবিরোধী সাঁড়াশি অ'ভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব')। বিশেষ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিভিন্ন সরকারি হাসপাতাল ও পাসপোর্ট অফিস লক্ষ্য করে এ অ'ভিযান চালাচ্ছে র্যাব'ের ১৫টি ব্যাটালিয়্যান।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব'ের মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি জানান, রাজধানীসহ র্যাব'ের ১৫টি ব্যাটেলিয়ন বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে দালালবিরোধী অ'ভিযান শুরু করেছে। য
সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দালালদের ধরতে একযোগে দালালবিরোধী সাঁড়াশি অ'ভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব')। বিশেষ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিভিন্ন সরকারি হাসপাতাল ও পাসপোর্ট অফিস লক্ষ্য করে এ অ'ভিযান চালাচ্ছে র্যাব'ের ১৫টি ব্যাটালিয়্যান।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব'ের মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি জানান, রাজধানীসহ র্যাব'ের ১৫টি ব্যাটেলিয়ন বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে দালালবিরোধী অ'ভিযান শুরু করেছে। যেখানে দালালের আনাগোনা আছে, সেখানেই চলছে এ অ'ভিযান। সব অ'ভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
র্যাব'-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, আমর'া উত্তরা টঙ্গী ও গাজীপুর এলাকায় আমর'া দালাল ধরতে অ'ভিযান চালাচ্ছি। এরমধ্যে হাসপাতাল, বিআরটিএ ও পাসপোর্ট অফিস রয়েছে। এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জনকে আট'ক করা হয়েছে।
র্যাব'-২ এর সিনিয়র এএসপি শহিদুল ইসলাম বলেন, আমর'া শ্যামলীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও আগারগাঁয়ের পাসপোর্ট অফিসে অ'ভিযান চালাচ্ছি। বেশ কয়েকজনআট'ক করা হয়েছে। তাদের বি'ষয়ে যাচাই-বাছাই চলছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অ'ভিযান চালানো হচ্ছে।
র্যাব'-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলা'শ কুমা'র বসু বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ'ভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন দালাল আট'ক হয়েছে।
র্যাব'-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, সকাল থেকে কেরাণীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অ'ভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৫১ জন আট'ক হয়েছে।