
দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তালেবান। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ তালেবানের এই ক্ষমতা দখল নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে নিজেদের মতামত জানাচ্ছেন।
তাদের একজন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বলিউডের বর্ষীয়ান এই অভিনেতার তালেবানকে নিয়ে করা মন্তব্য আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেছেন, তালেবানের বিজয় যেসব মুসলিম উদযাপন করছে তারা আসলে বিপজ্জনক নজির স্থাপন করছে।
ভিডিও বার্তায় বলেছেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে বিশ্বের অন্যান্য মুসলিমদের অনেক পার্থক্য রয়েছে।
ওই ভিডিও বার্তায় উর্দুতে ৭১ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, যারা আফগানিস্তানের তালেবানের প্রত্যাবর্তনের জন্য উদযাপন করছেন তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে, তারা আধুনিক ইসলামের পুনর্গঠন চায় নাকি অতীতের মতো বর্বরতায় ফিরে যেতে চায়।
হিন্দুত্ববাদ অথবা ভারতীয় ইসলাম সব সময় বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে অনন্য আর ভিন্ন উল্লেখ করে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আমি নিজে একজন ভারতীয় মুসলিম। সৃষ্টিকর্তার সঙ্গে আমার সহজ সম্পর্ক রয়েছে। আমার কোনো রাজনৈতিক ধর্মের প্রয়োজন নেই।
Absolutely! ?
Taliban is a curse! pic.twitter.com/Bs6xzbNZW8— Sayema (@_sayema) September 1, 2021
এদিকে এসব মন্তব্যে ভারতের মুসলমানরা নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে ভুল বিভাজন সৃষ্টির অভিযোগ তুলেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
যদিও ভারতের ক্ষমতাসীন দলের অনেকেই নাসিরুদ্দিন শাহের প্রশংসা করে বলেছেন তালেবানের বিরুদ্ধে মুসলমানদের মুখ খোলা উচিত।
যুগান্তর