
বেসরকারি শিক্ষক নিবন্ধন কতৃপক্ষের (এনটিআরসি) কাছে ভুল চাহিদাপত্র দেওয়ায় ৫ জন প্রধান শিক্ষকের তিন মাসের বেতন কাটতে আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-৩ এ সম্পর্কিত এ আদেশ দেয়।
আদেশে বলা হয়, ২০১৯ সালের দ্বিতীয় নিয়োগ চক্রের মাধ্যমে শিক্ষক নিয়োগে পাটার্ন অনুযায়ী পদ শুন্য না থাকা স্বত্তেও শুন্য পদ দেখিয়ে এনটিআরসিএতে ত্রুটিপূর্ণ চাহিদাপত্র পাঠানো হয়।
এনটিআরসিএ কতৃক মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তিতে জটিলতা সৃ'ষ্টি হয়। প্যাটার্ন অনুযায়ী শুন্য পদ না থাকা স্বত্তেও এনটিআরসিএতে ত্রুটিপূর্ণ চাহিদাপত্র দেওয়ায় ৫ অধ্যক্ষ/প্রধান শিক্ষকের তিনমাসের বেতন কর্তনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই ৫ জন অধ্যক্ষ/প্রধান শিক্ষক হলেন-
অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলাম, ফজিলা রহমান মহিলা কলেজ,পিরোজপুর। সসীম কুমা'র বাহাদুর প্রধান শিক্ষক গাজি আব্দুর জব্বার হাইস্কুল এন্ড কলেজ, খুলনা।
মো. মোস্তফা শদীদ, প্রধান শিক্ষক, সুনামগঞ্জ। মো. সাইফুর রহমান,প্রধান শিক্ষক ঘাটনগর উচ্চ বিদ্যালয়, নওগা। মোবিনুর ইসলাম,প্রধান শিক্ষক, গোপ'ালপুর হামিদিয়া উচ্চ বিদ্যালয়, রংপুর।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল