
আ’ফ’গানিস্তানের নিয়ন্ত্রণ তা'লে'বানের হাতে আসার পর থেকেই ভারতের ভয় আ’ফ’গানিস্তান হয়তো ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে তা'লে'বানের এক মুখপাত্রের বক্তব্য।
বিবিসি উর্দু সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে তা'লে'বান মুখপাত্র সুহেইল শাহীন বলেছেন, ‘মুসলিম হিসেবে ভারতের কাশ্মীরের এবং অন্যান্য দেশের মুসলিম'দের জন্য আওয়াজ তোলার অধিকার রয়েছে আমা'দের। আমর'া আওয়াজ তুলবো এবং বলবো মুসলিমর'া আপনাদেরই মানুষ, আপনাদের নাগরিক। আপনাদের আইনে তাদের সমান অধিকার রয়েছে।’
কাশ্মীর ইস্যুতে শাহীনের এই মন্তব্য তা'লে'বানের আগের অবস্থানের বিপরীত। কেননা কাবুল দখল করার কয়েকদিন পর তা'লে'বান জানিয়েছিল, কাশ্মীর একটি ‘দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বি'ষয়।
ভারতের পররা'ষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বলেছেন, ভারতের লক্ষ্য হচ্ছে আ’ফ’গানিস্তানের ভূমি যেন কোনও ধরনের স'ন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করা।
এদিকে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় সিনিয়র তা'লে'বান শের মোহাম্ম'দ আব্বাস স্টানিকজাইয়ের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিকভাবে দেখা করেন দেশটিতে ভারতের রা'ষ্ট্রদূত দীপক মিত্তাল। ওই বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আ’ফ’গানিস্তানের মাটি যেন ভারতবিরোধী কার্যকলাপ এবং স'ন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা না নয়। বৈঠকে আ’ফ’গানিস্তানে আট'কেপড়া ভারতীয় এবং সংখ্যালঘুদের বি'ষয়েও আলোচনা করা হয়।
ভারতের ভয় হলো আ’ফ’গানিস্তান এখন ইসলামিক স'ন্ত্রাসের কেন্দ্রস্থলে পরিণত 'হতে পারে। এরআগে স'ন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-কায়েদা রা'ষ্ট্রপ্রতিষ্ঠার চে'ষ্টা চালালেও তারা ব্য'র্থ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে স'ন্ত্রাসী গোষ্ঠীগু'লো আ’ফ’গানিস্তানকে তাদের অভ'য়ারণ্যে পরিণত করবে বলে ভয় পাচ্ছে ভারত।
এদিকে পাকি'স্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে তা'লে'বানের সুসম্পর্ক আছে। তারা তা'লে'বানকে প্রভাবিত করার চে'ষ্টা করবে বলেও ভয় ভারতের। এ অবস্থায় ভারত জম্মু এবং কাশ্মীরের নিরাপ'ত্তা জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ ডেইলি বাংলা