ঘরে ডেকে পরকীয়া প্রেমিককে পুড়িয়ে মারলেন নারী

যশোরের শার্শায় প'রকী'য়ার জেরে মনিরুজ্জামান নামে এক যুবককে পু'ড়িয়ে হ'ত্যার অ'ভিযোগ উঠেছে এক নারীর বিরু'দ্ধে। এ ঘটনায় বিথি নামে এক নারীকে আট'ক করেছে পু'লিশ।
শুক্রবার দুপুরে শার্শার কাজিরবেড় গ্রামের একটি বাড়ি থেকে মর'দে'হ উ'দ্ধার করা হয়েছে। হ'ত্যাকাণ্ডের শি'কার মনিরুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে।

আট'ক নারী ঝিনাইদহের পশ্চিম নারানপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি শার্শার কাজিরবেড় গ্রামের একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন।

ভাড়া বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ মানুষ পোড়ার গন্ধ পেয়ে বাড়ির নিচতলায় ছুটে যান। এ সময় তিনি মোটরসাইকেলের নিচে আগু'নে পোড়া এক যুবকের লা'শ পড়ে থাকতে দেখেন। পরে নিচতলার ভাড়াটিয়া বিথিকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চান। বিথি বি'ষয়টি সম্পর্কে জানেন না বলে জানালে সিরাজুল চাপ প্রয়োগ করতে থাকেন।

একপর্যায়ে ওই নারী স্বীকার করেন, ওই যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের প'রকী'য়া সম্পর্ক ছিল। নানাভাবে সে তার সঙ্গে প্রতারণা করেছে। এতে প্রতিশোধ নিতে স্বামীর অনুপস্থিতিতে বাসায় ডেকে খাবারের সঙ্গে ঘু'মের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ঘরের বারান্দায় থাকা মোটরসাইকেলে চা’পা দিয়ে আগু'ন লাগিয়ে হ'ত্যা নিশ্চিত করেন।

Interesting For You

পরে খবর পেয়ে পু'লিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মর'দে'হ উ'দ্ধার করে। এ ঘটনায় বিথিকে আট'ক করে থা'নায় নিয়ে যায় পু'লিশ।

জানা গেছে, কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচতলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। সাইদুর রহমানের স্ত্রী বিথী খাতুনের সঙ্গে নি'হত লোকটির প্রেমের সম্পর্ক ছিল।

যশোরের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমর'ান জানান, এ ঘটনায় অ'ভিযুক্ত নারীকে আট'ক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিকভাবে বলা যায় প'রকী'য়া সংক্রা'ন্ত বি'ষয়ে এ হ'ত্যাকাণ্ড ঘটেছে। বিস্তারিত তদ'ন্ত শেষে প্রকাশ করা হবে।

ডেইলি বাংলাদেশ