মনোজকে চান না সাদিয়া জাহান প্রভা

গ্রামের একটি পত্রিকার সাহিত্য পাতায় কাজ করে বিপুল।বাসায় ফিরে রোজ রাতে ফেসবুক মেসেঞ্জারে কথা বলেন সুরঞ্জার সঙ্গে। একদিন বিপুল তার ভালোলাগা ভালোবাসার কথা জানায় সুরঞ্জনাকে। রাজি হন না তিনি। অবাক হয়ে বলে, আমি আপনাকে বন্ধু ভেবেছি, আর কিছু নয়। আমি আসলে যার জন্য অ’পেক্ষা করছি, সে ঠিক আপনি নন।

দূর থেকে বিপুল ক'ষ্ট পেতে থাকে। তবু শেষবারের মতো বিপুল ভালোবাসার কথা প্রকাশ করে। এবার সুরঞ্জনা বলে, আমি চিরতরে হারিয়ে যাব'ো। আমি শুধু তোমা'র কল্পনা মাত্র। মেসেঞ্জারে ঢুকে দেখে সুরঞ্জনা বিপুলকে ব্লক করেছে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সুরঞ্জনার শেষ সংলাপ’।

Interesting For You

আহমেদ তাওকীর রচিত এ নাটক পরিচালনা করেছেন সীমা'ন্ত সজল। এতে সুরঞ্জনা চরিত্রে অ'ভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। বিপুল চরিত্রে দেখা যাব'ে তরুণ অ'ভিনেতা মনোজ প্রামাণিককে। অন‌্যান‌্য চরিত্রে অ'ভিনয় করেছেন—রাশেদা চৌধুরী, ডা. আমিন বাচ্চু ও কেএস রবিন। সঞ্জিত সরকার প্রযোজিত নাটকটি শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে