হেফাজত নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারা'গারে স্থা'নান্তর করা হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা'গার থেকে তাকে খুলনা জেলা কারা'গারে পাঠানো হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা'গারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বি'ষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

Interesting For You

তিনি জানান, সোনাডাঙ্গা থা'নার ২৩ (২) ২০১৩ নং মাম'লায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আ'দালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারা'গারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সকালে পু'লিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারা'গারে নেওয়া হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারা'গারে মামুনুল হকের হাজতি নং- ৭৬৬/২১।