তালেবান দখলের পর আগের মতো ছিনতাই, অপহরণ, অপরাধের মাত্রা খুব কমে গেছে

আমেরিকানদের ধারণা পাল্টে দিয়ে খুব অল্প সময়ে প্রায় পুরো আ’ফ’গানিস্তান দখল করে নেন তা'লে'বান যো'দ্ধা'রা। কোন কোন জায়গায় তা'লে'বানের লড়াই করার দরকার পড়লেও একেবারে বিপরীত চিত্র ছিল আ’ফ’গানিস্তানের অন্যতম এক গু'রুত্বপূর্ণ শহর জালালাবাদ যা রাজধানী কাবুলের পাশেই অবস্থিত।

তা'লে'বান দখল করার পর আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাভিদ শহরটিতে এই প্রথম প্রবেশের বিরল সুযোগ পেয়েছেন। তিনি শহরটির বর্তমান অবস্থা বর্ণনা করেছেন। আল জাজিরার এই সাংবাদিক বলেন, জালালাবাদের পরিস্থিতি কখনও পরিবর্তন হয়নি। অর্থাৎ বরাবরই শহরটিতে স্বাভা'বিক অবস্থা বিরাজ করছে।

কারণ হিসেবে তিনি বলেন, শহরটির সাবেক গভর্নর এবং তা'লে'বানের মধ্যে শান্তিপূর্ণ চুক্তির ফলেই এটা সম্ভব হয়েছে। ১৫ আগস্ট সকালে জালালাবাদের গভর্নর নিজ থেকেই আ'ত্মসমর'্পণ করেন। তাই জালালাবাদ দখলে যু'দ্ধের প্রয়োজনই পড়েনি তা'লে'বানের। শান্তিপূর্ণভাবে তারা ক্ষ'মতা গ্রহণ করেন।

Interesting For You

আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাভিদ জানিয়েছেন, শহরের প্রধান প্রধান সড়কে তা'লে'বানের পাহারা চোখে পড়েছে। রাস্তাগু'লো মানুষে পরিপূর্ণ। ব্যাংকগু'লো বন্ধ থাকলেও টাকা উত্তোলনের জন্য কাবুলের মতো কোথাও লম্বা লাইন নেই।

এই সাংবাদিক জালালাবাদের কিছু মানুষের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, ভবি'ষ্যতে তাদের জন্য কী অ’পেক্ষা করছে এই মুহূর্তে সেটা বলা তাদের জন্য কঠিন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা বেশ খুশি। কারণ, রাস্তায় আর আগের মতো ছিন'তাই নেই, নেই কোনো অ’পহরণ। অ’পরাধের মাত্রাও কমে গেছে।