প্রতিবেশীর কুকর্মে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

প্রতিবেশীর ধ’র্ষণে অ’ন্তঃস'ত্ত্বা হয়ে পড়েছেন খুলনার দিঘলিয়া উপজেলার পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১৩)। ধা'রাবাহিকভাবে ওই ছাত্রী প্রতিবেশীর লালসার শি'কার হয়েছে বলে অ'ভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরী ৭ মাসের অ’ন্তঃস'ত্ত্বা। ঘটনা জানাজানি হলে ছাত্রীর পিতা বাদী হয়ে ১ সেপ্টেম্বর থা’নায় মা’ম'লা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃ'ষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনায় জড়িত ব্যক্তির দৃ’'ষ্টান্তমূলক শা'স্তি চেয়েছেন।

পু’লিশ সূত্রে জানা যায়, করোনায় স্কুল বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী বাড়িতেই অবস্থান করছিলো। তার পিতা-মাতা দু’জনই কাজে চলে যাওয়ায় দিনের বেলায় বাড়িতে সে একাই থাকতো। এ সুযোগে প্রতিবেশী মো. শাহিন (৫০) ফাঁ'কা বাড়িতে আসা-যাওয়া শুরু করে এবং বিভিন্ন সময় ওই ছাত্রীর ওপর যৌ'’ন নি'র্যা'তন চালায়।

Interesting For You

পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ ধ’র্ষণ চলতে থাকে। মেয়েটি সম্প্রতি অ'সুস্থ হয়ে পড়ে। পরে তার বাবা-মা মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরীর অ’ন্তঃস’ত্ত্বা হয়ে পড়ার বি'ষয়টি জানা যায়। পরে মেয়ের কাছে প্রকৃত ঘটনা জানতে পারেন পিতা-মাতা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে দিঘলিয়া থা’নায় মা’ম'লা দায়ের করেছেন। মা’ম'লায় মো. শাহিনকে আসা’মি করা হয়েছে।

দিঘলিয়া থা’নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি তদ'ন্ত) রিপন কুমা'র সরকার বলেন, পু’লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাদীর অ'ভিযোগটি দ্রুত নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ'ভিযুক্ত আ'সামিকে গ্রে'ফতারের জন্য অ'ভিযান অব্যা'হত রয়েছে বলে জানান তিনি।