পরকীয়ার কথা ফাঁস করায় সাবেক স্ত্রীকে অনুরোধ এবং হুমকী

গণমাধ্যমে অ'ভিনেতা অ’পূর্বরর বিয়ের খবর প্রকাশের পরই অ’পূর্বের সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি ফেসবুকে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্…।’

পরের বাক্যে শুভ কামনা জানিয়ে অদিতি ইংরেজিতে লিখেন, Best wishes for the newly wedded

এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর অদিতি আকেটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন প্রথমে কলে তাকে অনুরোধ করেন, পরের কলে তাকে হু’মকী দেওয়া হয়।

এই স্ট্যাটাস দেওয়ার পর আগের দুই স্ট্যাটাসই ডিলিট করে দেন অদিতি।

Interesting For You

যুক্তরা'ষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন নাটকের জনপ্রিয় অ'ভিনেতা অ’পূর্ব। গতকাল পারিবারিক আয়োজনে দুইজনের মধ্যে আংটি বদল হয়।তবে বিয়ের বি'ষয়টি আজ গণমাধ্যমে জানালেও গতকাল অব্দি মুখ খুলেনি অ’পূর্ব। বিশেষ সূত্রের বরাতে খবর প্রকাশের পরই আজ বিয়ের বি'ষয়টি জানান তিনি। আগামী কাল বিয়ে করছেন নাটকের এই তারকা।

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অ’পূর্ব। তাদের সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মা'র্চ করোনা মহামা'রির মধ্যে ফেসবুখে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অ'ভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের।