
বুধবার সকাল ৯টার দিকে কারা'গার থেকে মুক্ত হন চিত্রনায়িকা পরীমনি। কারা'গার থেকে বের হওয়ার পর নায়িকাকে নেওয়ার জন্য উপস্থিত ছিলেন তার খালু মোহাম্ম'দ জসিম উদ্দিনসহ পরিবারের একাধিক সদস্য। নায়িকা কারা'গার থেকে বের হওয়ার সময় উৎসুক জনতা তাকে দেখার জন্য কারা'ফটকে ভিড় করে। তাদেরই একজন মুদি দোকান জিল্লুর রহমান।
কাশিমপুর কারা'গারের সামনেই জিল্লুর মুদি দোকান। পরীকে যেদিন কাশিমপুর কারা'গারে নেয়া হয় সেদিন তাকে এক নজর দেখার চে'ষ্টা করেছিলেন জিল্লুর। কিন্তু সুযোগ মেলেনি। তার সেই স্বপ্ন পূরণ হলো আজ। শুধু দেখা নয়, নায়িকার হাতে হাত মেলাতে পেরেছেন জিল্লুর রহমান।
একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জিল্লুর বরাতে বলা হয়েছে, আমি পরীমনির ভক্ত। তিনি জেলখানায় আসার পর থেকেই আকাঙ্ক্ষা ছিল তাকে দেখব। এত মানুষের মাঝে তাকে দেখতে পেরে মনে হয়েছে আকাশের চাঁদ হাতের কাছে এসেছে। বাস্তবে দেখে অনেক বেশি ভালো লেগেছে, যেটা ভাষায় বোঝানো যাব'ে না। আজ আমি তার কাছাকাছি গিয়ে তার সঙ্গে হাত মেলাতে পেরেছি। এ জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি।
নিজের পরিচয় জানিয়ে জিল্লুর বলেন, আমি কারা'গারের সামনের স্থানীয় দোকানদার। সেই হিসেবে কারা'গারে সব সময় যাওয়া-আসা আছে, কারা'গারের সঙ্গে আমি সম্পৃক্ত।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় ৪ ঘণ্টা অ'ভিযান চালিয়ে পরীমনি ও তার সহযোগীকে গ্রে'ফতার করে র্যাব'। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মা'দকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। গ্রে'ফতারের পর তাদের নেওয়া হয় র্যাব' সদর দফতরে। পরে র্যাব'-১ বাদী হয়ে মা'দক নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরু'দ্ধে মাম'লা দায়ের করে। ওই দিনই একই সূত্র ধরে অ'ভিযান চালিয়ে পরিচালক নজরুল ইসলাম রাজকে গ্রে'ফতার করা হয়েছিল।