পরীমনিকে নিয়ে এক ইসলামী বক্তার স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

নায়িকা পরীমনির কারা'ফটকে প্রদর্শিত মুক্তির উল্লাসের আলোচনা-সমালোচনায় সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ নিয়ে বিশি'ষ্ট ইসলামী বক্তা গাজীপুর মহানগরের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহীম আল-মা'দানীর ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার 'বিকেলে পরীমনির নিয়ে এক স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে।

পরীমনির জামিন, কারা'ফটকে মুক্তির উল্লাস ও সেখানে এক ধরণের মহড়ায় বীরদর্পে জেল থেকে বের হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। পাঠকদের জন্য মাওলানা আব্দুর রহীম আল – মা'দানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধ’রা হলো – ‘অ'সংখ্য অ’পকর্মের হোতা, মা'দক মাম'লার ঘৃণিত আসামী জামিনে মুক্তি পেয়ে দাঁত কেলিয়ে হাসা। এটা নির্লজ্জতার কত নম্বর স্তর ???’ এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় পরীমনির কাশিমপুর কেন্দ্রীয় কারা'গার থেকে জামিনে মুক্তি পান ।

Interesting For You

এ সময় মাওলানা আব্দুর রহীম আল – মা'দানীর এ স্ট্যাটাসে জনৈক জিলানী সোহান মন্তব্য করেন, ‘একটা জিনিস বুঝলাম না , বাংলাদেশের জেলখানায় কি মেহেদি দেয়ার সু – ব্যবস্থা আছে নাকি, পরীমনি কি জেলখানা থেকে বের হইছে , নাকি অলিম্পিক থেকে স্বর্ণ পদক নিয়ে বাংলাদেশে আসছে। ’

এক পাঠক, নাম আবুল মনসুর ইমন, তিনি মন্তব্য করেন, ‘মানুষের চরিত্র ধ্বং'সের কারিগর মুক্তি পায়। আর মানুষের চরিত্র গঠনের কারিগর বন্দী থেকে যায়।’ এদিকে মো : জাকারিয়া বিন তাহের মন্তব্য করেন, ‘জেলের মধ্যে আবার মেহেদী লাগাইয়া দিলো কে ? আলেমর'া জেল থেকে বাইরে আসলে পঙ্গু' হয়ে আসে, আর পরি তো হাসতে হাসতে হাতে মেহদী লাগিয়ে রঙ্গ তামাশা করে আসছে , আসলে আইন কার ? ’