অপূর্বর তৃতীয় স্ত্রীর পরিচয় জানা গেলো , প্রকাশ্যে ছবি!

তৃতীয়বারের মতো বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অ'ভিনেতা জিয়াউল ফারুক অ’পূর্ব। মঙ্গলবার (৩১ আগস্ট) ওল্ড ডিওএইচএসের একটি বাসায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

অ’পূর্বর তৃতীয় স্ত্রীর নাম শ্যাম্মা। তিনি আমেরিকার নিউইয়র্ক প্রবাসী। ভালোবেসে বিয়ে করছেন অ’পূর্ব এবং শ্যাম্মা। বিয়ের জন্য সম্প্রতি ঢাকা এসেছেন শ্যাম্মা। গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে তার বাসাতেই।

প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অ’পূর্বর সঙ্গে প্রণয় গড়ে ওঠে শ্যাম্মা'র। তারপরই বিয়ের সি'দ্ধান্ত নিয়েছেন তারা।

Interesting For You

এর আগে ২০১০ সালে অ'ভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অ’পূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অ'ভিনেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অ’পূর্ব-অদিতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২০২০ সালে বিচ্ছেদের খবর জানান অদিতি। অ’পূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্রসন্তান আছে।