
চিত্রনায়িকা পরীমনি আজ মঙ্গলবার (৩১ আগস্ট) কারা'মুক্ত হচ্ছেন—এমন খবরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা'গারের প্রধান ফটকের সামনে ভিড় করেছেন স্থানীয় উৎসুক জনতা।
নায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়ছে। উৎসুক জনতা ছাড়াও সেখানে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী হাজির হয়েছেন।
আজ দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমর'ুল কায়েশ শুনানি শেষে নায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেন। তার জামিন-সংক্রা'ন্ত কাগজপত্র কারা'গারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে আজই মুক্তি পেতে পারেন পরীমনি।
আর যদি যথাসময় কারা'গারে এসে না পৌঁছায় তাহলে হয়তো আজ কারা'মুক্ত নাও 'হতে পারেন আলোচিত এই চিত্রনায়িকা। এক্ষেত্রে তিনি বুধবার (১ সেপ্টেম্বর) সকালে মুক্তি পেতে পারেন।
গত ৪ আগস্ট সুনির্দি'ষ্ট তথ্যের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আট'ক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব')।