খোলামেলা পোশাকে মলদ্বীপে শ্রাবন্তীর পুত্রের প্রেমিকা, প্রকাশ্যে ছবি

প্রেমিক অ'ভিমন্যু চট্টোপাধ্যায় এবং তার মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে গত স'প্ত াহে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন দামিনী ঘোষ। বেশ কয়েক দিন নীল জলের দেশে কা'টালেও ইনস্টাগ্রামে নিজের বিশেষ কোনো ছবি দেননি। অবশেষে নিজের দু’টি ছবি পোস্ট করলেন দামিনী।

প্রথমটিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি জামা পরে পানির পাশে বসে রয়েছেন তিনি। পরের ছবিতে 'বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমর' পারদ চড়ালেন দামিনী। শ্রাবন্তীর ছেলের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটাগরিকরাও। দামিনীর পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলে তা বুঝে নিতে অ'সুবিধা হয় না।

Interesting For You

গত সোমবার থেকে অ'ভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে গিয়েছিল মলদ্বীপের নানা ছবি এবং ভিডিওয়। এরপর শ্রাবন্তীও একের পর এক ছবি দিতে শুরু করেন। কিন্তু কোনো ছবিতেই তার সঙ্গে প্রেমিক অ'ভিরূপ নাগ চৌধুরীকে দেখা যায়নি। তবে টলিউডের গু'ঞ্জন, শ্রাবন্তীর সঙ্গে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি।

ডেইলি বাংলাদেশ