
ভারতের তামিলনাড়ুতে নাবালককে বিয়ে করে দিনের পর দিন ধ’র্ষণের অ'ভিযোগে এক তরুণীকে (১৯) গ্রে''প্ত ার করেছে পুঃলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোরের মায়ের অ'ভিযোগের ভিত্তিতে পু’লিশ তরুণীকে গ্রে''প্ত ার করে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অ'ভিযুক্ত তরুণী তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসি'ন্দা। তিনি ওই শহরের একটি পে'ট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের।
এরপর বিয়ের নাম করে ধ'র্ষ’ণও করেছেন। এরপরই পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সে'ক্সুয়াল অফেন্সেস) আইনে মা’ম'লা দায়ের করে পু'লিশ।
তবে বি'ষয়টি জানতে পেরে অ'ভিযুক্ত তরুণী তাঁর কিশোর স্বামীকে নিয়ে থা'নায় আ’ত্মসমর'্পণ করেন। এরপর পু’লিশ তরুণীকে গ্রে'’'প্ত ার করে ঘটনার তদ'ন্ত শুরু করেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।