
প্রেমিকাকে জন্ম'দিনের উপহার দিতে গভীর রাতে তার বাড়িতে যান প্রেমিক। বি'ষয়টি টের পেয়ে প্রেমিককে ধরে ফেলেন বাড়ির লোকজন। পরে তাকে খুটির সঙ্গে বেঁধে মা'রধর করে ফেসবুকে ‘চোর’ উল্লেখ করে ছবি ছড়িয়ে দেন তারা। এ ঘটনায় উভয় পরিবার মাম'লা দায়ের করলে উভয়পক্ষের দুই জনকে গ্রে''প্ত ার করে কারা'গারে পাঠিয়েছে পু'লিশ।
গতকাল রোববার ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি মাম'লা দায়ের করা হলে প্রেমিক হামিদুর রহমান আজাদ ও প্রেমিকার ভাই দীন মোহাম্ম'দকে গ্রে''প্ত ার করা হয়।
জানা যায়, পাঁচ বছরর আগে স্কুলছাত্রীকে প্রাইভেট পড়াতেন হামিদুর রহমান আজাদ। দুই বছর আগে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার যোগসাজশে রোববার রাত দুইটায় ওই ছাত্রীকে জন্ম'দিনের উপহার দিতে তার ঘরে প্রবেশ করেন আজাদ। বি'ষয়টি টের পেয়ে প্রেমিকার পরিবারের লোকজন আজাদকে আট'ক করে বেধড়ক পি'টিয়ে ঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে ছবি তুলে দীন মোহাম্ম'দের ফেসবুক আইডি থেকে ফেসবুকে পোস্ট করা হয়।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন ‘…ধ’রা খেয়েছে স্বর্ণ চোর। রাত তিনটায় দরজা ভেঙে ঘরে ঢুকেছে, পু'লিশ প্রশাসনের দৃ'ষ্টি আকর্ষণ।’ খবর পেয়ে পু'লিশ প্রেমিক আজাদকে উ'দ্ধার করে। এরপর সোনাগাজী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পু'লিশ হেফাজতে নেওয়া হয়।মেয়ের বাবা অ'ভিযোগ করেন, দুই বছর ধরে আজাদ তার স্কুল পড়ুয়া মেয়েকে উত্য'ক্ত করে আসছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আজাদ রোববার রাতে কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধ'র্ষণের চে'ষ্টা চালান। পরে তাকে আট'ক করে র'শি দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তার ছেলের সঙ্গে ধস্তা'ধস্তির এক পর্যায়ে তার ছেলের লাঠির আঘা'তে আজাদের মাথা ফেটে যায়। তিনি আজাদকে একমাত্র আ'সামি করে তার স্কুল পড়ুয়া মেয়েকে ধ'র্ষণ চে'ষ্টার অ'ভিযোগে মাম'লা দায়ের করেছেন।
এদিকে আজাদের বাবা অ'ভিযোগ করেন, তার ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। রোববার মেয়েটির জন্ম'দিন ছিল। মেয়েটি বি'ষয়টি তার ছেলেকে জানালে সে দুই প্যাকেট লজেন্স ও একটি কলম উপহার নিয়ে তার বাড়িতে যায়। রাতে সেখানে খাওয়াদাওয়াও করে। কিন্তু, গভীর রাতে তার ছেলেকে নি'র্মমভাবে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নি'র্যা'তন চালায় তারা। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণ চুরির অ'ভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও ছড়িয়ে দেওয়া হয়। তাই এ ব্যাপারে তিনি ডিজিটাল নিরাপ'ত্তা আইনে স্কুলছাত্রীর ভাইয়ের বিরু'দ্ধে মাম'লা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থা'নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীকে ধ'র্ষণচে'ষ্টার অ'ভিযোগে হামিদুর রহমান আজাদের বিরু'দ্ধে মাম'লা করেছেন তার বাবা। আর খুঁটির সঙ্গে বেঁধে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অ'ভিযোগে দীন মোহাম্ম'দের বিরু'দ্ধে ডিজিটাল নিরাপ'ত্তা আইনে মাম'লা করেছে ছেলের বাবা। পরে দুইজনকে গ্রে''প্ত ার করা হয়েছে।