পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধ’র্ষণ মা’মলা

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকের বি’রু'দ্ধে কলাপাড়া থা'নায় ধ’র্ষণ মা’ম'লা দায়ের করেছেন এক কলেজ ছাত্রী।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে ছাত্রলীগ নেতাকে একমাত্র আ’সামি করে মা’ম'লা দায়ের করেন। মা’ম'লা ও পু'লিশ সূত্রে জানা গেছে, গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীর সঙ্গে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ছিদ্দিকের। এরপর সে কয়েকবার প্রে’মের প্রস্তাব দেয় ওই ছাত্রীকে।

এতে রাজি না হলে বিয়ের প্রস্তাবের কৌশলে আবু বকরের নিজ বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে সোমবার বেলা সাড়ে ১১ টায় ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যায়। এসময় ঘরে কেউ না থাকায় ছাত্রীকে জোরপূর্বক ধ’র্ষণ করে ছিদ্দিক।

Interesting For You

আ'ত্মর'ক্ষায় চিৎকার দিলে ধ’র্ষণের পর বিয়ের আশ্বা'স দিয়ে ঘরে বসিয়ে রেখে সটকে পড়ে অ'ভিযুক্ত ছিদ্দিক। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা ঘরে এলে তাদের কাছে ঘটনা খুলে বললে ছিদ্দিকের পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে গা'লাগা'ল করে। পরবর্তীতে কয়েক ঘণ্টা পরে ছিদ্দিক বাড়িতে এসে ওই ছাত্রীকে না চেনার ভান করে।

উপায় না পেয়ে ওই ছাত্রী ৯৯৯-তে কল দিয়ে পু'লিশের সহায়তা চায়। রাত ৮ টার দিকে কলাপাড়া থা'না পু'লিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উ’'দ্ধার করে।
কলাপাড়া থা'নার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৯৯৯-এ কল পেয়ে ওই ছাত্রীকে উ'দ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মা’ম'লার একমাত্র আ'সামিকে গ্রে'’ফতারে অ'ভিযান অব্যা'হত রয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি প্রায় আট'মাস আগে বি’লু'প্ত করা হলেও নতুন কোন কমিটি ঘোষণা করা হয়নি। বিলু'প্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন আবু বকর ছিদ্দিক।