চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আসলো খুবই জরুরি নির্দেশনা!

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এসব শিক্ষার্থীর পঞ্চম স'প্ত াহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র বি'ষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) এ বি'ষয়ের সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদ'প্ত র।

 

 

অধিদ'প্ত র বলছে, গত ২৩ আগস্ট এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম স'প্ত াহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এ অ্যাসাইনমেন্টগু'লোর মধ্যে এনসিটিবি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র (বি'ষয়কোড-২৯২) সংশোধন করেছে।

Interesting For You

 

সংশোধিত অ্যাসাইনমেন্টটি প্রকাশ করে এ বি'ষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিচালকদের বলেছে শিক্ষা অধিদ'প্ত র। একইসাথে অ্যাসাইনমেন্ট কার্যক্রমের স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।