পরীমনিকে বিয়ে করে দ্বীনের পথে আনতে চায় আজাদ

বর্তমানে বাংলাদেশে অন্যতম আলোচিত-সমা’লোচিত নাম চিত্রনায়িকা পরীমণি। মা’দক মাম’লায় র‌্যাব'ের হাতে আ’টক হয়ে বর্তমানে রিমা’ন্ডে আছেন এই অ'ভিনেত্রী।’ ঢালিউড এই স্টারকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন কু'ষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নরত আখতার হোসেন আজাদ।

মঙ্গলবার (১০ আগস্ট) নিজ ফেসবুক প্রোফাইলে এ বি'ষয়ে তিনি স্টাটাস দেন। তিনি লিখেন, সুযোগ পেলে পরীমণিকে বিয়ে করে ধর্মের পথে আনতে চাই। (পাপকে ঘৃ’ণা করো, পাপীকে নয়) বি'ষয়টি নিয়ে নেটিজেনরা মিশ্র মন্তব্য করছেন।

সাধুবাদ জানানোর পাশাপাশি মজাও করছেন নেটিজেনদের কেউ কেউ। বি'ষয়টি নিয়ে আখতার হোসেন আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমা'দের সমাজের একটি ট্যাব'ু হলো কেউ কোনো অ’প’রাধ করলে তাকে নিয়ে মশ’করা করা।

Interesting For You

ভুল পথে পা বাড়ানো ব্যক্তিটি তো আমা'দের সমাজেরই অংশ। সরল পথের আলো দেখিয়ে যেকাউকে সুন্দর জীবনের পথে ধাবিত করা যায়, আমি এই বার্তায় সমাজে ছড়িয়ে দিতে চাই। পরীমণিও হয়ত কারো প্ররোচনায় পড়ে ভু’ল পথে পা বাড়িয়েছেন।

কিন্তু এটিই তো জীবনের শেষ নয়। উল্লেখ্য,আখতার হোসেন আজাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সেবামূলক বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রা'প্ত এই যুবক।