পরীমনিকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দেওয়া ব্যক্তি গোয়েন্দা নজরদারিতে

বিপুল পরিমাণ মা'দ’কসহ রাজধানীর বনানীর বাসা থেকে র‌্যাব'ের হাতে গ্রে'ফ’তার হয়ে এখন চার দিনের রিমা’ন্ডে আছেন ঢাকাই সিনেমা'র আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরীমনি। রিমা’ন্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন এই নায়িকা।

চলচ্চিত্রে অ'ভিনয়ের আড়ালে অনৈ’তিক ব্যবসা করতেন তিনি। মা'দ’ক গ্রহণসহ অ’প’রাধ জগতে জড়িত এই নায়িকা।

Interesting For You

খুব বেশি সিনেমায় অ'ভিনয় করেননি পরীমনি। আবার যে সব সিনেমায় অ'ভিনয় করেছেন, সে সব ব্যবসা সফলও হয়নি। তবে তার লাইফস্টাইল খুবই উচ্চাভিলাষী। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয় প্রায়ই। পরীমনির এত উচ্চাভিলাষী জীবন-যাপনের অর্থ আসে কোথা থেকে। বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, বিদেশে ভ্রমণ- এসব নিয়ে জল্পনা-কল্পনা লেগেই আছে তাকে নিয়ে। যদিও একেক সময় একেক ঘটনায় আলোচনায় আসেন পরীমনি। কিছু দিন আগে ঢাকার বোট ক্লাবে এক ঘটনায় ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার মা’দকসহ গ্রে'ফ’তার হয়ে ফের আলোচনায় আসেন এই নায়িকা।

২০২০ সালের ২৪ জুনের কথা। পরীমনির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দু'র্ঘ’টনায় ক্ষ’তিগ্রস্ত হয়। গণমাধ্যমে সেটির খবরও ছড়িয়ে পড়ে। সেই ঘটনার ২৪ ঘণ্টা পার না 'হতেই প্রায় সাড়ে তিন কোটি টাকার রয়েল ব্লু রঙের মাসেরাতি বিলাসবহুল গাড়ির ছবি প্রকাশ করে জানান, এটি তার নতুন গাড়ি।