ব্রেকিং নিউজ: ধোনিকে অধিনায়ক করে নিজের তৈরি সর্বকালের সেরা একাদশ ঘোষণা করলেন সাকিব

বাংলাদেশের বর্তমানে সময়ের সেরা ক্রিকেটারদের একজন হলেন সাকিব। তিনি নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ তৈরি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের একাদশে সর্বোচ্চ তিন জন রয়েছেন ভারতীয় ক্রিকেটার। অধিনায়ক হিসাবে তিনি বেছে নিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মহে'ন্দ্র সিং ধোনিকে। এছাড়াও নিজের তৈরি একাদশে নিজেও রয়েছেন তিনি।

 

<figure><img style=”display: none;” src=”http://alochitosangbad24.com/wp-content/uploads/2021/06/alochito.jpg” /></figure> <figure><img style=”display: none;” src=”http://alochitosangbad24.com/wp-content/uploads/2021/06/alochito.jpg” /></figure> <figure><img style=”display: none;” src=”http://alochitosangbad24.com/wp-content/uploads/2021/06/alochito.jpg” /></figure> <figure><img style=”display: none;” src=”http://alochitosangbad24.com/wp-content/uploads/2021/06/alochito.jpg” /></figure>

 

ওপেনিং জুটিতে তিনি দেখেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবং পাকি'স্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারকে। টপ অর্ডারে তিনি আরো দেখেছেন দুই বিশ্ব বিখ্যাত ব্যাটসম্যান ক্রিস গেইল এবং বিরাট 'কোহলিকে।

Interesting For You

 

 

 

যদিও ওপেনিংয়ে ব্যাটিং করে থাকেন ক্রিস গেইল তবে ম্যাচ উইনিং অ্যাব'িলিটি বিবেচনায় এনে গেইলকে তিন নম্বরে রাখতে চান সাকিব। পাঁচ নম্বরের সাউথ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ৬ নম্বর ব্যাটিং পজিশনে তিনি রেখেছেন তার দলের অধিনায়ক মহে'ন্দ্র সিং ধোনিকে। সাকিব থাকবেন সাত নম্বরে। মূলত একাদশে তিনি একজন ফিনিশার হিসেবেই দায়িত্ব পালন করবেন।

 

 

 

নিজের সাথে দুই স্পিনার হিসেবে তিনি দেখেছেন সর্বকালের সেরা দুই স্পিনাল অ'স্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ২ ফাস্ট বোলার হিসেবে তিনি রেখেছেন অ'স্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার সঙ্গী পাকি'স্তানি ওয়াসিম আকরাম।

 

 

 

সাকিবের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, ভিরাট 'কোহলি, জ্যাক ক্যালিস, মহে'ন্দ্র সিং ধোনী (উইকেটকিপার এবং অধিনায়ক), সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা।