বিধবা নারীর মাথার চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল

এক বিধবা নারীর (৪৫) মাথার চুল কে'টে নি'র্যা'তন করার অ'ভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মাথার চুল কে'টে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে আট'ক করেছে পু'লিশ।

পু'লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নি'র্যা'তনের শি'কার ওই বিধবা নারী ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর গ্রামে তার শ্বশুর বাড়ি বসবাস করেন। জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃ'ত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। বি'ষয়টি জানাজানি হলে মেরাজুলের পরিবারে কলহ শুরু হয়। এর জের ধরে গত ২২ জুলাই ওই নারীকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার বেড়তলা গ্রামে তার বাবার বাড়ি ডেকে আনেন। পরে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে নি'র্যা'তন করে মাথার চুল কে'টে দেন। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফেসবুকে ভাইরাল হয়।

Interesting For You

সরাইল থা'না পু'লিশের পরিদর্শক (তদ'ন্ত) কবির হোসেন আরটিভি নিউজকে জানান, ঘটনাটি জানতে পেরে পু'লিশ তানজিনার বোন রাশিদাকে আট'ক করেছে। এ বি'ষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসআর/