বিপাকে মাহিয়া মাহি, করলেন সতর্ক!

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এই নায়িকাকে নিয়মিত দেখা যায়। কখনো কবিতা লেখেন, কখনো রোমান্টিক কোনো ছবিতে প্রেমমাখা ক্যাপশনে হাজির হন।

কখনো বা দেখা দেন রান্নার ভিডিও নিয়ে। এভাবেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চে'ষ্টা করেন তিনি। সম্প্রতি

ঘটলো বিপত্তি! নিজের ভেরিফায়েপড ফেসবুক পেজটির নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এটি হ্যাক করা হয়েছে।সত্যতা যাচাই

Interesting For You

করতে জাগো নিউজ থেকে যোগাযোগ করলে মাহিয়া মাহি তিনি এই মুহূর্তে ‘মাফিয়া’ নামের ওয়েব সিরিজের শুটিংয়ে রয়েছেন। সেখান থেকে বলেন, ‘গত রাত থেকেই আমা'র ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না।’

সবাইকে সতর্ক করে তিনি বলেন, পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রা'ন্ত না হন। তিনি আরো বলেন, ‘আমি চে'ষ্টা করছি পেজটা উ'দ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থা'নায় জিডি করব। বুঝতে পারছি না আসলে হঠাৎ কী হলো।’ ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমা'র মাধ্যমে রুপালি পর্দায় অ'ভিষেক হয় মাহিয়া মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অ'ভিনয় করেন তিনি। অ'ভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত দিয়েছেন মাহি।