
সাতক্ষীরার তালায় মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী নামের এক মুসল্লি মা'রা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এই ঘটনা ঘটে। তিনি একই উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃ'ত ইব্রাহিম গাজীর ছেলে।
মোমিনের ভাতিজা শাহাবুদ্দিন বিশ্বা'স জানান, প্রতি জুমা'র ন্যায় শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুমা'র নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী। সেখানে সিজদারত অবস্থায় তিনি মা'রা গেছেন।
মসজিদের মুসল্লি রমজান শেখ বলেন, মোমিন ভাই প্রতি জুমাবার খেজুরাবুনিয়া মসজিদে নামাজ পড়তে আসতেন। এই জুমায় তিনি আমা'র পাশে নামাজ পড়ছিলেন। প্রথমে চার রাকাত সুন্নত নামাজের মধ্য দুই রাকাত নামাজ আ'দায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি।
তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মা'রা গেছেন। তার মৃ'ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।