সকালে দাফন, রাতের আঁধারে তরুণীর লাশ কবরের ওপর!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের দা’ফনের পর এক তরুণীর ম’রদে'হ ক’বর থেকে উ’ত্তোল’ন করেছে দু’র্বৃত্ত’রা। শুক্রবার (২৭ আগস্ট) ভোররাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। মৃ'’ত তরুণী তানজিল আক্তার মুন্নি (১৫) কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের খেরশেদ সরদারের মেয়ে।
ক্যানসা’রে আ'ক্রা'’ন্ত হয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) মা’রা যান এই তরুণী। কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম জানান, মুন্নির মায়ের সঙ্গে একই গ্রামের আমজাদ হোসেনের প’রকী’য়া সম্পর্ক তৈরি হয়।

এরপর মুন্নিকে রেখে চলে যান তার মা। পরবর্তীতে মু’ন্নির ক্যা’নসা’র ধ’রা পড়ে। মুন্নির মা তাকে আমজাদের বাড়িতে নিতে চাইলে নিতে দেননি আমজাদ।

পরে মুন্নির মা আমজাদ হোসেনের বাড়ি থেকে চলে আসেন। এরপর থেকে আমজাদ হোসেন নানাভাবে ভ’য়ভী’তি ও ‘চা’প প্রয়োগ করে আসছেন মুন্নির মাকে ঘরে তুলতে। তিনি বলেন, এরই মধ্যে বৃহস্পতিবার মুন্নি ক্যা’নসা’রে আ’ক্রা'’ন্ত’ হয়ে মা’রা যায়। দুপুরের পর তাকে দাফ’ন করা হয়।

Interesting For You

রাতের আধারে পূর্বশ’ত্রুতা’র জে’র ধরে আমজাদ হোসেনই এই অ’মান’'বিক ক’র্মকা’ণ্ড ঘটিয়েছেন বলে সবাই ধারণা করছেন। কবর খুঁ’ড়ে ম’রদে’হটির অ’র্ধেক বাইরে বের করে রেখে গেছে।

ঘটনাটি থা'না পু'লিশকে জানানো হয়েছে। শ্যামনগর থা'নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পু'লিশ পাঠানো হয়েছে। অ’মান’'বিক ও ন্য’ক্কার’জ’নক ঘটনাটি কারা' ঘটিয়েছে, সে বি'ষয়ে তদ’ন্ত কার্যক্রম চলছে।