মানিকে মাগে হিঠে ভাইরাল হওয়া গানের শিল্পীর পরিচয়!

তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্ব এখন ‘গ্লোবাল ভিলেজ’। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এক দেশের সঙ্গে অন্য দেশের সংস্কৃতির পরিচিতি ঘটছে।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল ‘মানিকে মাগে হিঠে’ প্রমাণ করেছে— ভাষা এখন কোনো বাধাই নয়। গানটি

গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাথীসান রথনায়কে ও ইয়োহানি দিলোকা দে জুটি। সিংহলী ভাষার এই গান এখন মানুষের মুখে মুখে। এমনকি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও গানটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আর গানটির মাধ্যমে ইয়োহানি এখন আলোচনায়।

Interesting For You

১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছেন ইয়োহানি। তিনি একাধারে গায়িকা, সংগীত প্রযোজক, গীতিকার ও ব্যবসায়ী। ‘র‌্যাপ রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউবের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার র‌্যাপ গান ‘দেবীয়াঙ্গে বারে’ বেশ জনপ্রিয়তা পায়।

ইয়োহানির বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা। মা বিমান সে'বিকা। বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্ট।

গানের জন্য একাধিক পুরস্কার জিতেছেন ইয়োহানি। তাকে প্রথম কাজের সুযোগ দেয় ‘পে'টাহ এফেক্ট’ নামের রেকর্ড লেবেল। পরবর্তী সময়ে তাকে আর ফিরে তাকাতে হয়নি।