কাশ্মিরকে ‘মুক্ত’ করতে পাকিস্তানকে সহযোগিতায় প্রস্তুত তালেবান

ইমর'ান খানের নেতৃত্বাধীন পাকি'স্তানে ক্ষ'মতাসীন তেহরিক-ই-ইনসাফ (পি'টিআই) নেতা নিলম ইরশাদ শেখ বলেছেন, আ’ফ’গানিস্তান দখল করা তা'লে'বান কাশ্মিরকে মুক্ত করতে ইসলামাবাদকে সহযোগিতায় প্রস্তুত। এক টেলিভিশনে আলোচনায় তিনি এ কথা বলেছেন।

ইমর'ান খান সরকারের পররা'ষ্ট্র নীতির সাফল্যের কথা বলতে গিয়ে নিলম ইরশাদ শেখ বলেন, বিশ্বের সব দেশে সবুজ পাসপোর্টকে শ্র'দ্ধা করা হয়। আমর'া রেমিট্যান্স ও বিনিয়োগ পাচ্ছি। অনেক বেশি রাজস্ব আয় হয়েছে। পুরো বিশ্ব পাকি'স্তানের কথা স্বীকার করছে, হোক তা তুরস্ক বা মালয়েশিয়ার সরকার। এমনকি আ’ফ’গানিস্তানে, তা'লে'বানরা বলছে আমর'া তোমা'দের সঙ্গে রয়েছি এবং কাশ্মিরকে মুক্ত করতে তোমা'দের সঙ্গে আমর'া যোগ দেবো।

Interesting For You

এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক জানতে চান, আপনি কি বুঝতে পারছেন এই মাত্র যা বলেছেন? এই অনুষ্ঠান সারা বিশ্ব ও ভারতে দেখা যাব'ে।

জবাবে নিলম বলেন, যখন তা'লে'বানের প্রতি অন্যায় হচ্ছিল আমর'া তাদের সমর'্থন করেছিলাম। এখন আমর'া যখন অন্যায়ের শি'কার হচ্ছি, তা'লে'বান কাশ্মিরে জয়ী 'হতে সহযোগিতা করবে।