মোবাইলে গেম খেলতে গিয়ে ৪ জন, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃ’ত্যু

দিনাজপুরে ১ ঘণ্টার ব্যবধানে বজ্রপাতে ৭ জনের মৃ'ত্যু হয়েছে। সোমবার 'বিকাল ৩টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৮নং উপশহরে একসঙ্গে মোবাইলে গেম খেলার সময় ৪ জন কিশোর এবং 'বিকাল ৪টার দিকে চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধ’রার সময় বজ্রপাতে ৩ যুবকের মৃ'ত্যু হয়েছে।

দিনাজপুর সদর উপজেলায় নি'হতরা হচ্ছে- আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃ'ত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩)। আ'হতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অ’পর আর একজন। 'হতা'হতদের সবারই বাড়ি দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন ও হাজী মকসেদ আলী জানান, সোমবার 'বিকাল ৩টার দিকে প্রচণ্ড বৃ'ষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের ৮নং রেলঘুন্টির কাছের একটি টিনসেডের মধ্যে মোবাইলে গেম খেলছিল ৭ কিশোর। এ সময় বজ্রপাত হলে ৭ জন গু'রুতর আ'হত হয়। তাদের উ'দ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃ'ত্যু হয়। অ’পর ৩ জনের অবস্থাও আশংকাজনক।

Interesting For You

দিনাজপুর কোতোয়ালি থা'নার ওসি মোজাফ্ফর হোসেন ৪ জনের মৃ'ত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধ’রার সময় বজ্রপাতে একসঙ্গে নি'হত হয়েছে ৩ জন। তারা হচ্ছেন-দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামু মোহাম্ম'দের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার 'বিকাল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে মাছ ধ’রার সময় বজ্রপাতে তাদের মৃ'ত্যু হয়।