
বন্যারা বনে সুন্দর আর শিশুরা মাতৃকোলে। কিন্তু সেই বন্য পশু যদি রাস্তায় চলে আসে তাহলে কেমন অনুভূতি হয় বলুন তো দেখি? আর সেই পশু যদি হয় রয়েল বেঙ্গল টাইগার (Royel Bengal Tiger) তাহলে তো ‘পায়ে পড়ি বাঘ মামা করোনা কো রাগ মামা, তুমি যে পথের ধারে কে তা জানতে’ এই গানটিই মাথায় আসে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক মানুষজন।
ভিডিওটিতে (Video) দেখা যাচ্ছে যে, মহাবালেশ্বর পঞ্চগানি রাস্তায় বেশ গভীর রাতে হাইরোডের একদিক থেকে অন্যদিকে পারাপার করছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। আর সেই মুহূর্তে ওখানে গাড়ি নিয়ে উপস্থিত থাকা মানুষ এই ভিডিওটি তুলে নেয়। তবে, হ্যাঁ বাঘ মামা কোন রকমের বিপদ সৃষ্টি করেননি। বরং তারা নিজেদের মতন করে হেঁটে চলে গেছে। সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা তাঁর ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন।
So our XUV isn’t the only big cat on the highway… Magnificent. pic.twitter.com/9A2ayRPXjL
— anand mahindra (@anandmahindra) August 22, 2021
মুহূর্তের মধ্যেই ভিডিওটি (Video) ২ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। আর সকলেই এই ভিডিওটি দেখে রীতিমতো অবাক হয়েছেন বৈকি। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমে সব কিছুই খুব কম সময়ের মধ্যে আমাদের সম্মুখে ধরা পড়ে। কথায় বলে জঙ্গলে ঘুরতে গিয়ে সেখানকার প্রাণী দের দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তবে, এভাবে রাস্তার সম্মুখে বাঘ দেখতে পাওয়া সেটা ভাগ্যে না থাকলে সম্ভব হয়না বৈকি। সম্প্রতি এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।