পাঁচবার ফেল করেও পিছু ছাড়েনি, চা বিক্রেতার মেয়ে এখন পাইলট!

রীতিমতো দিন আনি-দিন খাই পরিবার, ভারতের মধ্যপ্রদেশের ভোপাল থেকে আরও প্রায় ৪০০ কিলোমিটার দূরে নিমুচের বাসস্ট্যান্ডে একটি ছোট্ট চায়ের দোকান চালিয়েই দিন গু'জরান করেন সুরেশ গাঙ্গওয়াল। অদম্য জেদ ও নিরন্তর চে'ষ্টা থাকলে স্বপ্নেরা যে আকাশে ডানা মেলতে পারে সেটাই এবার সত্যি করে দেখালেন এই চা 'বিক্রেতার মেয়ে।

সুরেশের ২৪ বছরের মেয়ে আঁচল গাঙ্গওয়াল দেখিয়েছেন, ইচ্ছা থাকলে চা-'বিক্রেতার মেয়েও পারে বিমান বাহিনীর যু'দ্ধবিমানের পাইলট 'হতে। মেয়ের এই স্বপ্নের উড়ানের সঙ্গী 'হতে পেরে তাই এখন মুখে চওড়া হাসি আর বুকে বল সুরেশ গাঙ্গওয়ালের। কিন্তু কবে থেকে এমন অ'সাধ্য

সাধন করার স্বপ্ন দেখতে শুরু করেন তাঁর মেয়ে? গর্বিত বাবা জানান, ‘২০১৩ সালে উত্তরাখণ্ডের কেদারনাথে প্রকৃতির তাণ্ডব চলাকালীন যেভাবে বিমানবাহিনীর কর্মীরা অ'সম্ভব সাহসকে সঙ্গে নিয়ে স্থানীয় মানুষদের সাহায্য করেছিলেন তা দেখেই রীতিমতো বিমান বাহিনীর প্রতি তীব্র ভালোবাসা তৈরি হয় মেয়ের।

তখন থেকেই একজন ফ্লাইং অফিসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে আঁচল, আর এখন সেই স্বপ্নই সত্যে হয়ে গেছে।’ আঁচল গাঙ্গওয়ালের বাবা সুরেশ গাঙ্গওয়াল আরও জানান যে, তাঁর স্বপ্নকে সত্যি করতে আঁচল বইপত্র জোগাড় করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে। একবার-দু‘বার নয়, পরপর পাঁচবার বিমান

Interesting For You

বাহিনীর পরীক্ষায় অ'সফল হলেও আশা ছাড়েননি আকাশে ওড়ার স্বপ্ন দেখা তাঁর মেয়ে। শেষপর্যন্ত ষষ্ঠবারের পরীক্ষায় উত্তীর্ণ হন আঁচল। তাঁর বাবার কথায়, ‘আমি গত ২৫ বছর ধরে একটি চায়ের দোকান চালাচ্ছি।

সুতরাং, বুঝতেই পারছেন যে আমা'র অর্থনৈতিক পরিস্থিতি কেমন? অনেক সময় তো আমা'র মেয়ের স্কুল বা কলেজের ফি দেওয়ার জন্যেও টাকা থাকতো না আমা'র কাছে। সেই সময় আমি অনেকবার অন্যদের কাছ থেকে ধার নিয়েছি এবং ওর ফি দিয়েছি।’ এই পরিস্থিতিতে যে শেষপর্যন্ত মেয়ে

আঁচল গাঙ্গওয়াল ফ্লাইং অফিসার 'হতে পেরেছে তাতে তিনি গর্বিত, একথাও জানান সুরেশ। আঁচল গাঙ্গওয়ালের এই সাফল্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেন, ‘নিমুচের চায়ের দোকানদার সুরেশ গাঙ্গওয়াল জির মেয়ে আঁচল এবার বায়ুসেনার যু'দ্ধবিমান ওড়াবেন। আঁচল, গোটা মধ্যপ্রদেশকে গর্বিত করেছেন, এখন দেশের গৌরব ও সম্মান রক্ষার জন্যে অ'সীম আকাশের উচ্চতায় উড়ান দেবেন। কন্যাকে অ'ভিনন্দন, আশীর্বাদ এবং শুভেচ্ছা।’