আফ’গানিস্তানের আইসিটি মন্ত্রী এখন জার্মানিতে ‘ডেলিভারি ম্যান’

আ’ফ’গানিস্তানের সাবেক যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী (আইসিটি) সৈয়দ আহম'দ শাহ সাদাত এখন জার্মানির লেইপজিগ শহরে পিৎজা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে জী'বিকা নির্বাহ করছেন।

বুধবার (২৫ আগস্ট) তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে কম'লা রঙয়ের পোশাক গায়ে দিয়ে পিঠে ব্যাগ বিয়ে ঘুরছেন। তার বাহন হিসেবে আছে বাই সাইকেল।

এক জার্মান সাংবাদিক তাকে পিৎজা সরবরাহের কাজ করার সময় দেখছেন বলে দাবি করেছেন।

Interesting For You

টুইট করে ওই সাংবাদিক বলেন, কিছুদিন আগে এক ব্যক্তির সাথে আমা'র দেখা হয়। তখন তিনি নিজেকে দু’বছর আ’ফ’গানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানিয়েছেন, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।

উল্লেখ্য, তা'লে'বান ক্ষ'মতায় আসার পরেই দেশ ছেড়ে জার্মানিতে পালাতে বাধ্য হন সাদাত। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি মন্ত্রী পদ ছেড়ে দেন।