প্রথম বিয়ে পালিয়ে, দ্বিতীয়টা ঘরোয়া, এবার বিয়ে করবো ধুমধামভাবে: ন্যান্সি

আমি প্রথম বিয়ে পা’লিয়ে করেছি। দ্বিতীয় বিয়ে করেছি ঘরো’য়াভাবে। ফলে দুটি বিয়ে করলেও বউ সাজিনি। এবার আমি প্রচুর মেহেদি লা’গাবো। যতটা পারি অনুষ্ঠান করেই বিয়েটা করবো, ধুমধাম করেই করবো।’ —তৃতীয় বিয়ের আয়োজন প্রসঙ্গে এমনটাই বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রা'প্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

সেপ্টেম্বরে আয়োজন করেই হবে তার তৃতীয় বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি ন্যা’ন্সি বাগদান সেরেছেন মহসিন মেহেদীর সঙ্গে, যিনি বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অ’ডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। ন্যান্সি বলেন, বিয়ে মানে তো দুই হাত ভরে মেহেদি দেবে, গায়ে হলুদ দেবে। এখন তো বিয়ের আগে-পরে আরও কত কত ওয়ে’ডিং আসছে।

Interesting For You

কিন্তু আমা'র কোনো বিয়েতেই কোনোরূপ সাজস’জ্জা ছিল না। এমনকি আমা'র বিয়ের কোনো ছবিও নেই। তাই এবার ভেবে রেখেছি আয়োজন করেই বিয়ে করবো। ২০০৬ সালে নাজমুন মুনিরা ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মা'র্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। চলতি বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। সেটি ছিল তার দ্বিতীয় বিয়ে।