ফের যু’দ্ধের দামামা, ৪ ঘণ্টা আল্টিমেটাম তালেবানের

পঞ্জশিরের মাসুদ বা’হিনীকে আ’ত্মসমর'্পণের জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেধে দিলেন তা'লে'বান। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আর মাত্র ৪ ঘণ্টা, আ’ত্মসমর'্পণ না করলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও বলে মাসুদ বাহিনীর প্রতি এভাবেই আল্টিমেটাম দেন তা'লে'বান। এ দিকে তা'লে'বানকে সামনা সামনি টক্কর দিতে তৈরি আহমেদ মাসুদের বাহিনী।

Interesting For You

১৫ অগস্ট কাবুলের পতনের পরও আ’ফ’গানিস্তানের কিছু এলাকা, বিশেষত উত্তরে হিন্দুকুশ পর্বতের পাদদেশে পঞ্জশির উপত্যকা তা'লি'বান দখলের বাইরে থেকে যায়। এবার এত দিনের অজেয় পঞ্জশির উপত্যকা দখলের লক্ষ্যে চূড়ান্ত লড়াই শুরু করল তা'লি'বান। এমনটাই কূটনৈতিক বিশেষ’জ্ঞদের একাংশের ধারণা।

পাল্টা পঞ্জশিরের ‘নেতা’ আহমেদ মাসুদের হুঙ্কার, প্রতিরোধের সবে শুরু। আফ’গানিস্তা’নে তা'লি'বান বিরোধী লড়়াইয়ের একেবারে সামনে আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তার সঙ্গেই রয়েছেন গনি জমানার ভাইস প্রেসিডেন্ট আমর'ুল্লা সালেহ। আফ’গান সেনার একটি অংশও মাসুদের বাহিনীতে যোগ দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। এছাড়া মাসুদ বাহিনী কয়েকটি দেশের সমর'্থন পাচ্ছে বলেও গু'ঞ্জন আছে।